নিয়োগের চার মাসেও দেখা নেই উপাচার্যের

১৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৯ PM
মানববন্ধনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মানববন্ধনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

চলতি বছরের জুন মাসে জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানা। নিয়োগের চার মাস পেরিয়েছে কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেননি তিনি। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এই সমস্যার সমাধানে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবি জানান।

জানা যায়, ২০০০ সালে জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে গত বছরের ২০শে নভেম্বর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ জাতীয় সংসদে পাশ হয়। এর পর চলতি বছর ২১জুন ড. নিরঞ্জন কুমার সানাকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগাদানের জন্য আদেশ জারি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত তিনি যোগদান করেন নি।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, উপাচার্য না থাকা মানে, অভিভাবক না থাকা। অভিভাবকহীনভাবে চলছে বিশ্ববিদ্যালয়। যেহেতু এটাই প্রথম উপাচার্য নিয়োগ, তাই তিনি যোগদান না করলে রেজিস্ট্রার, ট্রেজারারসহ প্রশাসনিত কেউ নিয়োগ পাচ্ছেন না। ফলে আমরা পড়েছি বিপদে। আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে। আমরা ৩৮৪ জন শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছি। দ্রুত উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর মধ্যদিয়ে আমাদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করার দাবি জানাচ্ছি সরকারের কাছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবর একটি স্মারকলিপি দেন।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬