বাবা মায়ের মাঝে নিখোঁজ মো. শফিউর রহমান খান রিফাত © সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবাসিক এলাকা থেকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রহমান খানের একমাত্র ছেলে মো. শফিউর রহমান খান রিফাত (২২) নিখোজঁ হয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় ১৮৬ নং জিডি নম্বরের একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টার দিকে রিফাত প্রাত্যহিক ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোাঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সিসি টিভি ফুটেজে সর্বশেষ মঙ্গলবার আনুমানিক সকাল ৯টা ১০ মিনিটে ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকার আশে পাশে দেখা গেছে। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল বা মানি ব্যাগ কিছুই নিয়ে বের হয়নি বলে জানিয়েছেন তাঁর পরিবার। নিখোঁজ শফিউর রহমান খান রিফাতের উচ্চতা ৬ ফিট ১ইঞ্চি, স্বাস্থ্য ভালো, মুখ লম্বাটে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোজেঁর সময় সাদা ও কালো স্ট্রাইফেন হাফ শার্ট ও ট্রাউজার পড়া ছিলো রিফাত ।