কৃষি পণ্যের স্থিতিশীল বাজার বাস্তবায়নে মূল্যনীতি জরুরী

২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫০ PM

ফসল সংগ্রহের সময় কৃষি পণ্যের বাজার উঠানামা আমাদের দেশে সাধারণ চিত্র। এ সময় কৃষি পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পরায় ক্ষতিগ্রস্থ হয় সাধারণ কৃষক। এ সমস্যা সমাধানে পার্শ্ববর্তী দেশ ভারতে কৃষি পণ্যের মূল্যনীতি (প্রাইস পলিসি) থাকলেও আমাদের দেশে আজও সেটা সম্ভব হয়ে ওঠেনি। প্রান্তিক কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে স্থিতিশীল বাজার ব্যবস্থায় মূল্যনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান। তিনি বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য ।

তিনি আরও বলেন, কৃষি শিক্ষার স¤প্রসারণের ফলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। স্বাধীনতা পরবর্তী ৪৭ বছরে খাদ্যশস্যের উৎপাদন ৪ গুণ বেড়ে ৪ কোটি টন হয়েছে। কিন্তু শস্য বিক্রির সময় মূল্যনীতি না থাকায় কৃষকের লোকসান হচ্ছে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে বাজার মূল্যনীতি প্রণয়নে শিক্ষক ও গবেষকদের সহায়তা করবে।

শুক্রবার বিকেল ৩ টার দিকে অনুষদীয় পরিসংখ্যান ল্যাবে তিন দিনব্যাপী ‘ভ্যালু চেইন অ্যান্ড মার্কেট লিঙ্কেজ ডেভেলপমেন্ট’ শীর্ষক ওই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি অর্থনীতি অনুষদের ৮০ জন শিক্ষক ও পিএইচডি শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিন কাউন্সিলের আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক সুভাষ চন্দ্র চক্রবর্তী এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক লুৎফুল হাসান উপস্থিত ছিলেন।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা জয় শাহর: ভারতী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: চরমোনাই প…
  • ২৪ জানুয়ারি ২০২৬
২০ বছর পর আজ চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬