কুবির ৫ম মেধা তালিকা প্রকাশ রাতে, দেখবেন যেভাবে
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার আওতায় ৫ম মেধা তালিকা আজ রাত ১২টার পর প্রকাশিত হবে। রবিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)।
তিনি বলেন, ‘চলমান ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে আজ রাত ১২টার পর ৫ম মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাটি দেখতে পারবেন।’
প্রসঙ্গত, এ বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয় নিজস্ব পদ্ধতির মাধ্যমে। ইতোমধ্যে ১ম থেকে ৪র্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং চলমান রয়েছে ভর্তি কার্যক্রম।
উল্লেখ্য, আজ রাত থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (https://www.couadmission.com) থেকে তালিকা দেখতে ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে পারবেন।