ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল

মানবিক ও বিজ্ঞানে ১২০ আসনের বিপরীতে মেধাতালিকায় উত্তীর্ণ ৬৩৫

লোগো
লোগো  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৪৯৩ জন এবং মানবিক থেকে ১৪২জন উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।  

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী শনিবারের (১৯ এপ্রিল) মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে হবে। কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকা থেকে শুন্য আসন পূরণ করা হবে। 

উল্লেখ্য, বিজ্ঞানে আসন সংখ্যা ৯৫ (কোটা সহ) এবং মানবিকে আসন সংখ্যা ২৫ (কোটা সহ)। 


সর্বশেষ সংবাদ