ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ হয়নি

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখনও নির্ধারণ হয়নি। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন জানান, চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে।

আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনও ভর্তির পরীক্ষার ফল প্রকাশের কোনও তথ্য জানায়নি। সাধারণত একদিন আগে বা সকালে আমাদের তথ্য দেয়। যাচাই-বাছাই শেষে বিকেলে বা ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করি। সে ধরনের তথ্য এখনও দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম পান্না বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের বিষয়ে এখনও কিছু জানায়নি। পরীক্ষার সময় কিছু সমস্যার কারণে হয়তো দেরি হচ্ছে। তিনি উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম গত সপ্তাহে বলেন, খাতা দেখার কাজ চলছে। খাতা দেরিতে আসায় একটু সময় বেশি লাগছে। আশা করি, আগামী মঙ্গলবার বা বুধবারের মধ্যে ফল প্রকাশ করা যাবে।

আরো পড়ুন: সাত কলেজ বিশ্ববিদ্যালয় নামকরণ নিয়ে শিক্ষার্থীদের দুই মত

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ ইউনিটে ১ হাজার ৫০টি আসন রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তির আসন রয়েছে ৬ হাজার ১০টি। এবার পাঁচটি ইউনিটে তিন লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৫৫টি। বিস্তারিত তথ্য ওয়েবাসাইটে (https://admission.eis.du.ac.bd) জানা যাবে।


সর্বশেষ সংবাদ