বহিরাগত হওয়ায় কার্জনে ঢুকতে দেয়া হয়নি তিন বন্ধুকে, একমাস পর একসঙ্গেই চান্স ঢাবিতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৪:২৫ PM

ভর্তিচ্ছু তিন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঘুরতে এসে প্রবেশ করতে চেয়েছিলেন কার্জন হলে। কিন্তু বহিরাগত হওয়ায় সেখানে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ তাদের। সম্প্রতি এই তিন বন্ধুর একসঙ্গে বিশ্ববিদ্যালয়টির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে চান্স হয়েছে। তারা হলেন, আশিকুর রহমান (১৪৬৩তম), জাবেদ আলী (৩৯৯তম) ও মুয়ীন জিসান (৩৭তম)।
বৃহস্পতিবার (৬ মার্চ) ফলাফল প্রকাশের পর গত ১ ফেব্রুয়ারি ধারণ করা একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন তাদের একজন। এরপর বিষয়টি সামনে আসে।
ঢাবিতে চান্সপ্রাপ্তদের একজন আশিকুর রহমান। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন। গত বৃহস্পতিবার এই ইউনিটের ফল প্রকাশের পর তার ফেসবুক একাউন্ট থেকে ১৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার দেন তিনি।
সেখানে তিনি লেখেন, ‘বহিরাগত হওয়ার জন্য আমিসহ আমার বন্ধুদের ঢুকতে দেওয়া হয়নি কার্জন হলে। আলহামদুলিল্লাহ, আমরা তিনজনই এখন ঢাবিয়ান। একজন আবার ৩৭তম! এবার আমাদের ঢাবিতে না ঢুকতে দেওয়ার সাধ্য আছে কার মহান রব ব্যতীত?’
তাছাড়া ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে আশিকুর রহমান বলেন, ‘আমরা কার্জনে ঘুরতে আসছিলাম। কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। আজ ১ ফেব্রুয়ারি। ইনশাআল্লাহ আমরা ছাত্র হিসেবে এখানে ঢুকবো এবং ছবি তুলবো। চান্স পাওয়ার পর এই ভিডিওটি প্রকাশ করবো।’