বিভিন্ন সেবা নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের পাশে বুটেক্স সাংবাদিক সমিতি

০৭ মার্চ ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
তথ্য সহায়তা বুথ

তথ্য সহায়তা বুথ © টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও তাদের অবিভাবকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বুটেক্স সাংবাদিক সমিতি। ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন তথ্য সহায়তা, মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা এবং অভিভাবকদের বিশ্রামের সুযোগসহ নানা সেবা প্রদান করেছে সংগঠনটি।

পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বুটেক্স শিক্ষার্থী কল্যাণের সহায়তায় বুটেক্স সাংবাদিক সমিতির সদস্যরা ক্যাম্পাসে ২টি বুথ স্থাপন করেন। এখানে শিক্ষার্থীরা ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে পারেন এবং মোবাইল ও ব্যাগ জমা রাখতে পারেন। এছাড়া দীর্ঘ সময় অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বুথগুলো পরিদর্শনে আসেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

সহায়তা কার্যক্রম নিয়ে বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আজকের দিনে হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে বুটেক্স ক্যাম্পাসে এসেছে। তাদের এই ভর্তিযুদ্ধকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য বুটেক্স সাংবাদিক সমিতি বরাবরের মতোই পাশে রয়েছে।

তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য দুইটি তথ্য বুথ স্থাপন করেছি। এখানে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারবেন। 

তিনি আরো বলেন, আমাদের সাংবাদিক বন্ধুরা সারাদিন এই দায়িত্ব পালন করবে, যাতে পরীক্ষার্থীরা নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিতে পারে। বুটেক্স সাংবাদিক সমিতি শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, বরং ক্যাম্পাসের সামাজিক ও মানবিক দায়িত্বও পালন করে থাকে। এই উদ্যোগ তারই একটি অংশ। আমরা আশা করি, আজকের পরীক্ষার্থীরা ভবিষ্যতে বুটেক্স পরিবারের সদস্য হয়ে দেশের টেক্সটাইল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে। সব পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।

এ বিষয়ে বুটেক্স সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাওসিক জারিফ সিয়াম বলেন, আমরা বুটেক্স সাংবাদিক সমিতির সদস্যরা বরাবরই বুটেক্সের সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করে আসছি। আগে আমাদের কাজ শুধু বুটেক্সের বিভিন্ন খবর প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে নানাবিধি কার্যক্রমের সাথে যুক্ত থাকি। তারি ধারাবাহিকতায় আমাদের আজ এই আয়োজন। আশা করি আমারা আমাদের সর্বোচ্চটা দিতে পারবো।

ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। রাজশাহী থেকে আগত শিক্ষার্থী আশিক বলেন, ‘এই ধরনের সহায়তা সত্যিই অনেক উপকারী। আমরা ব্যাগ ও মোবাইল নিয়ে চিন্তিত থাকি কিন্তু এখানে নিরাপদে রাখতে পারছি।’

অভিভাবকরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। মো. মুশফিকুর রহমান নামে এক অভিভাবক বলেন, ‘বাংলাদেশে ভর্তি পরীক্ষা একটা যুদ্ধের মতো। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দিতে আমাদের সন্তান ও আমরা অভিভাবকরাও ক্লান্ত। তাই বুটেক্স সাংবাদিক সমিতির তথ্য দিয়ে সহায়তা ও আমাদের বসার ব্যবস্থা করায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মুগ্ধ যেমন পানি দিয়ে সাহায্য করেছে তেমনি এ উদ্যোগ।’

ভবিষ্যতেও ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে থাকার জন্য তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানান তারা। 

ট্যাগ: বুটেক্স
শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
কেমন ছিল জিয়াউর রহমানের শেষ ২০ ঘণ্টার কার্যদিবস?
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9