ভর্তি পরীক্ষা

জবি ‘সি’ ইউনিটের প্রথম শিফটে উপস্থিতির হার ৮৪.৭৪ শতাংশ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৮৪.৭৪ শতাংশ। এই ইউনিটে আসন বিন্যাসকৃত পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ৬৮৬ জন। যার মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। অনুপস্থিত ১ হাজার ৩২৬জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা কমিটির সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।  

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সারে ৯টা থেকে সারে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

এবারের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫২০ টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৩৯ জন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের মাধ্যমে। বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৪ নম্বর এবং লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া, এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত করা হবে।  

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে হাজারো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কঠিন এই লড়াইয়ে সফল হতে হলে পরীক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

নির্বাচনী প্রচারণায় ব্যক্তিগত আঘাত না করার প্রত্যাশা মির্জা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬