জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এই ইউনিটে ৩১ হাজার ৬৬৮ শিক্ষার্থী পাস করেছেন।

জানা গেছে, ‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন ৩৯ হাজার ৯৬৮ জন। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। মোট পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন। এই ইউনিটে নারী ভর্তিচ্ছুদের গড়ে পাসের হার ৪৪.২২ শতাংশ। আর ছেলে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থীর উত্তরপত্র বালিত হয়েছে এবং পাস করেছেন মোট ১৪ হাজার ৪ জন। এই ইউনিটে ছেলে শিক্ষার্থীদের পাসের হার মোট ৪১.৭০ শতাংশ। 

‘ডি’ ইউনিটে নারী শিক্ষার্থীদের পাঁচ শিফটে ও ছেলেদের চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রীদের মোট আসন ১৫৫টি ও ছাত্রদের ১৫৫টি।

এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি ‘ডি’ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল মোট ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-জেইউর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ। 

এদিকে জাবি ভর্তি পরীক্ষার চতুর্থ দিনের মত আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ছেলে ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরু হয়েছে। মোট পাঁচটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬