১৯ সেপ্টেম্বর ফের ভর্তি পরীক্ষা দেবেন বেলায়েত

০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩০ PM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © ফাইল ছবি

৫৫ বছর বয়সে বিশ্ববিদ্যালয় ভর্তযুদ্ধে অংশ নিয়ে বেশ আলোচনায় এসেছিলেন গাজীপুরের বেলায়েত শেখ। তবে এখন পর্যন্ত সফালতার দেখা পাননি। আগামী ১৯ সেপ্টেম্বর আবারও ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি। ভর্তি পরীক্ষায় সফলতা পেলে সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা তার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে বেলায়েত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাইনি। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছি। আগামী ১৯ তারিখ আমার পরীক্ষা।

ভর্তির জন্য এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া প্রসঙ্গে তিনি জানান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আমাকে ভর্তির অফার করেছিল। আমি এখানে বিনামূল্যে পড়ার জন্য আবেদন করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে পরীক্ষার পর এ বিষয়ে জানাবে তারা। তাই এখানে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি।

আরও পড়ুন: আত্মহত্যা নয়, শ্বাসরোধে ‘হত্যা’ ইবি ছাত্রী ঊর্মিকে

জানা গেছে, বেলায়েতের শৈশব কাটে অভাব-অনটনে। পরিবারের অভাব-অনটনের মধ্যেও চালিয়ে যান পড়াশোনা। বেলায়েত বলেন, পরিবারে ছিল অভাব। লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারতো না। ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন ফরম ফিলাপের জন্য যে টাকা ছিল তা দিয়ে বাবার চিকিৎসা করাতে হয়েছিল। এরপর আবার প্রস্তুতি। ১৯৮৮ সালে ফের এসএসসি পরীক্ষা দেওয়া কথা থাকলে সেবছর বন্যার কারণে বসা হয়নি মাধ্যমিকের এই পরীক্ষা। পরে ১৯৯০-৯২ সালের দিকে আবারও প্রস্তুতি নেওয়া হলেও মায়ের অসুস্থতার জন্য আর সম্ভব হয়নি। এসময় সংসারের হাল ধরেন বেলায়েত। 

বেলায়েতের তিন সন্তান। বড় ছেলে এলাকার একটি কলেজের স্নাতকে পড়ছেন। মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ানো স্বপ্ন ছিল তার। এজন্য রাজধানীর একটি কলেজে ভর্তি করান। কিন্তু সে পড়াশোনা শেষ না করেই গ্রামে চলে যায়। সেখানে এইচএসসি শেষে একটি কলেজের স্নাতকের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়।

ছোট ছেলে এবার এসএসসি দিয়েছে। তবে দুই বছর আগে বেলায়েত নিজেই এসএসসি সম্পন্ন করেন রাজধানীর বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে। 

ইসি একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে: ছাত্রদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9