গুচ্ছ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রস্তুত বরিশাল বিশ্ববিদ্যালয়

১২ আগস্ট ২০২২, ০৮:৫৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহিত

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভিত্তিক পরীক্ষার ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার  ১৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (খ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ৷

এ বিষয়ে গুচ্ছভিত্তিক পরীক্ষার খ ইউনিটের যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. মো. তারেক মাহমুদ আবির বলেন,আগামী ১৩ই আগস্ট গুচ্ছের খ ইউনিটের পরীক্ষার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: বুটেক্সের পরীক্ষায় উপস্থিতি ৬৩ শতাংশ, চলতি মাসেই ফল

গুচ্ছের প্রতিনিধি দল ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন ৷ বরাবরের মতো এবারও গুচ্ছভিত্তিক এই পরীক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্য মোতায়ন থাকবে।

এছাড়াও যানজট নিরাসনে বরিশালের ট্রাফিক কমিশনারের সাথে আলোচনা হয়েছে,তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷

গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৷ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ৩৪২৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৷

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ৷ রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পবিপ্রবিতে একক কম্বাইন্ড ডিগ্রি বহালের দাবিতে এএনএসভিএম শিক…
  • ০১ জানুয়ারি ২০২৬
আগামী ৬ জানুয়ারিতেই জকসু নির্বাচন হবে : জবি শিক্ষক সমিতি
  • ০১ জানুয়ারি ২০২৬
শামীম-সাব্বিরের লড়াইয়েও হারল ঢাকা
  • ০১ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০১ জানুয়ারি ২০২৬
দশম শ্রেণির ছাত্র শাওন হত্যায় দুই সহপাঠী আটক
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনজীবীকে পিটিয়ে হত্যার অভি…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!