গুচ্ছের ‘বি’ ইউনিটের আসন বিন্যাস প্রকাশের সময় জানাল কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০২:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২২, ০২:১৯ PM
গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে পরীক্ষার কেন্দ্রের আসন বিন্যাস তৈরি করেছে বিশ্ববিদ্যালয়গুলো। সেই তালিকা গুচ্ছের টেকনিক্যাল কমিটির কাছে এসে পৌঁছেছে। এই তালিকা আজ বৃহস্পতিবার রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর ভর্তিচ্ছুরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আসন বিন্যাস দেখতে পারবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বি’ ইউনিটের আসন বিন্যাসের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে আসন বিন্যাসের তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যা বলল জবি
এদিকে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশ নিচ্ছে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী।
ঢাকায় জবিসহ মোট চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে চার হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৬৯৬ জন, উইস লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে তিন হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এসব পরীক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।