গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় কারা থাকবে, চূড়ান্ত হতে পারে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৮:৪৩ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২২, ০৮:৫৯ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বেলা সাড়ে ১১টায় ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষাসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার ইউজিসির সাথে আমাদের বৈঠক রয়েছে। আশা করি, সেখানে গুচ্ছে কে থাকবে বা থাকবে না, তা ঠিক হয়ে যাবে। গুচ্ছে না থাকার পক্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি গুচ্ছ প্রক্রিয়া থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা চান গুচ্ছ পদ্ধতি থাক। গুচ্ছ না থাকলে আলাদা ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেব আমরা। কোনো সমস্যা হবে না।
আরো পড়ুন: ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যদের সঙ্গে আজ বসছে ইউজিসি
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনসহ নানা বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় ইউজিসি। এর পরিপ্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন মতামত নিয়ে সভায় বসতে যাচ্ছে ইউজিসি।
এ প্রসঙ্গে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দিল আফরোজা বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে গত সপ্তাহে জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করতে উপাচার্যদের সাথে ৭ এপ্রিল একটি সভা ডাকা হয়েছে। সভার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।