রাবির ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে ২ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০২:০৫ PM , আপডেট: ৩১ মার্চ ২০২২, ০৩:৫৫ PM
২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছে ২ লাখ ৮৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ১১টায় উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চুড়ান্ত আবেদন করতে পারবে ৭২ হাজার শিক্ষার্থী। যা গতবছর ছিল ৪৫ হাজার। ফলে এবছর বাড়ানো হয়েছে ২৭ হাজার চূড়ান্ত আবেদন। এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিট থাকছে ৪টি। যা পূর্বে ছিল ৩টি।
সিদ্ধান্ত অনুসারে, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। যেখানে প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে, চলবে ৯ জুন পর্যন্ত এবং চূড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত।