গুচ্ছে বিজ্ঞানের আসন বাড়ানো নিয়ে যা বলছে আয়োজক কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১ AM
২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের আবেদন চলছে। এ ধাপে সাবাই আবেদন করতে পারলেও টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। যদিও আবেদনের অপেক্ষায় রয়েছেন ৩৪ হাজার শিক্ষার্থী। ফলে বিজ্ঞান বিভাগে সিট সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞানের আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বসে সমন্বিতভভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির এই উপাচার্য বলেন, আপাতত আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে কিছু বলতে পারছি না। এটি একার পক্ষে বলা সম্ভব না।
তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে যদি কোনো উপাচার্য আসন বাড়ানোর প্রস্তাবনা করেন তখন এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিকাংশ উপাচার্য আসন বাড়ানোর পক্ষে মত দিলে আসন বাড়ানো হতে পারে।
এদিকে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন উপাচার্যরা। ওই বৈঠকেই ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারি ঠিক করে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এদিকে আগামী অক্টোবর মাসেই ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
তিনি জানান, আমরা অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষা আয়োজন করতে চাই। যেহেতু অক্টোবরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে, সেহেতু যদি এই পরীক্ষাগুলোর মাঝে স্লট ফাঁকা পাওয়া যায় তাহলে আমরা অক্টোবরেই পরীক্ষা নিয়ে নেব।