ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১১ সেপ্টেম্বর

০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৫ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় পূর্ব নির্ধারিত তারিখেই শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। সম্প্রতি তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ভর্তি পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্তই বহাল আছে। এখন পর্যন্ত তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই।

নির্ধারিত তারিখ অনুযায়ী, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং  চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওইদিন বেলা ৩টা থেকে এটি ডাউনলোড করা যাবে বলে ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফায় ঘোষিত তারিখ অনুযায়ী গত ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাবির ভর্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে গত ২৯ এপ্রিল তা পরিবর্তন করা হয়। সেদিন ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়।

পরে করোনার পরিস্থিতি পরিবর্তন না হওয়ায় সেটিও পিছিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।

জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬