হাইকোর্টের রুলের জবাব দেবে গুচ্ছ কমিটি

২৫ জুন ২০২১, ০৯:১৫ PM
হাইকোর্টের রুলের জবাব দেবে গুচ্ছ কমিটি

হাইকোর্টের রুলের জবাব দেবে গুচ্ছ কমিটি © ফাইল ছবি

দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টের করা রুলের জবাব দেয়া হবে বলে জানিয়েছে গুচ্ছ কমিটি। এ বিষয়ে শিগগিরই সভা আয়োজনের কথা জানান কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

আজ শুক্রবার (২৫ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু একটি বিষয় সামনে এসেছে সে জায়গা থেকে আমরা অবশ্যই এটার জবাব দেবো।

তিনি বলেন, শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার অধিকার রয়েছে। তবে যেটা বাস্তব সম্মত হয় আমরা সেটিই করবো। শিক্ষার্থীদের অকল্যাণ হয় আমরা এমন কিছু করবো না। এটা যেহেতু অনেক বড় একটা বিষয় সেক্ষেত্রে আমার একার পক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার সুযোগ নেই। আমরা শিগগিরই এ বিষয়ে আলোচনা করে জানাবো।

এর আগে, গত ২১ জুন (সোমবার) দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৬ সালের পাস করা এসএসসি শিক্ষার্থীদের বাদ দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতের রিটের পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল জানান, ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য দু’টি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তিনি বলেন, প্রথমে ৩ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান ডিপ্লোমা-ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবে।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬