শিক্ষার্থী © ফাইল ফটো
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদন করতে এসএসসি এবং এইচএসসিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ৭ থাকতে হবে। ব্যাবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ৬.৫০ থাকতে হবে। আর মানবিকের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ৬ পেতে হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, আমরা কোনো শিক্ষার্থীকে আবেদনের যোগ্যতা থেকে বঞ্চিত করতে চাই না। আমরা চাই এবার যেন সবাই আবেদন করতে পারেন। সেজন্য আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে।
পরীক্ষার দিনক্ষণ নিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর সরকার যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তখন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।