ববি ভর্তি পরীক্ষার ফল, পাসের হার সর্বোচ্চ ব্যবসায় অনুষদে
- সোহেল রানা, ববি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:২১ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২০, ০৬:৩৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ক ইউনিট (বিজ্ঞান অনুষদ) পাশ করেছে ২৫.৭৯% শিক্ষার্থী, খ ইউনিট (কলা ও মানবিক অনুষদে) পাশ করেছে ২৪.৬৯% শিক্ষার্থী এবং গ ইউনিট ব্যবসায় অনুষদে পাশ করেছে সর্বোচ্চ ৪২.২১% শিক্ষার্থী। ক, খ ও গ ইউনিটে প্রথম স্থান অধিকারী তিন শিক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডের।
ক ইউনিটে ১ম স্থান অধিকারী দেবশ্রী সরকার- (১৭১.৬০), খ ইউনিটে ১ম স্থান অধিকারী জুয়ারিয়া সাওদা-(১৬২.৪০) এবং গ ইউনিটে ১ম স্থান অধিকারী রুমি আক্তার(-১৭৪.৫)।
এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গত ২৭,২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২৪টি বিভাগের বিপরীতে মোট ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
উত্তীর্ণ শিক্ষার্থীরা ১ জানুয়ারি সাবজেক্ট জয়েস দিতে পারবেন। আগামী ১১ জানুয়ারি প্রথম মেরিটের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল www.admission.eis.bu.ac.bd এ দেখা যাবে।