ববিতে আবেদন শুরু ১ সেপ্টেম্বর, থাকছে না ‘ডি ইউনিট’
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০১:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ০২:৩৩ PM
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) (২০১৯-২০) শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮, ১৯ অক্টোবর। ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে। তবে বিগত বছরের ন্যায় এবারো থাকছে না আলাদা ডি ইউনিট। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। টাকা জমা দেবার শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত।
১৮ অক্টোবর সকাল ১০টা থেকে ‘বি ইউনিট’ মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি ইউনিট’ ব্যবসায় বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১৯ অক্টোবর ‘এ ইউনিট’ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।
তবে বিগত বছরের ন্যায় এবারো থাকছে না ‘ডি ইউনিট’। তবে নিজ বিভাগে আবেদন করে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করা যাবে।
এবার ৬টি অনুষদের ২৪টি বিভাগের বিপরীতে প্রায় ১৫’শ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.eis.bu.ac.bd অনুসরণ করতে বলা হয়েছে।