বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, সিদ্ধান্ত রবিবারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। আগামী ৩ নভেম্বর (রবিবার) এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার পর ভর্তি পরীক্ষার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাছাড়া, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নভেম্বর মাসের শুরুতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।
সাধারণত মেডিকেল কলেজগুলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও সেই ধারা বজায় রেখে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।