মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন কৃষি গুচ্ছের এক পরীক্ষার্থী

২৬ অক্টোবর ২০২৪, ১২:৩৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তির জন্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হয়। এসময় এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে মুঠোফোন ব্যবহার করে ধরা পড়েন। পরে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২নম্বর ভবনের ৩য় তলার একটি কক্ষে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন থেকে নকল করার সময় ধরা পড়েন নূর মোহাম্মদ নামের এক পরীক্ষার্থী। 

ওই কক্ষের দায়িত্বে থাকা প্যারাসাইটোলজি বিভাগের এক অধ্যাপক বলেন, পরীক্ষা শুরুর আগেই আমরা সকল শিক্ষার্থীদের কাছে থেকে তাদের মোবাইলগুলো নিয়ে নেওয়া হয়। ওই শিক্ষার্থীর কাছে দুটি মোবাইল ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই দেখতে পাই যে মোবাইল বের করে কিছু একটা দেখার চেষ্টা করছে।

‘পরে তার কাছে থেকে মোবাইলটি নিয়ে দেখতে পাই যে সে প্রশ্নপত্রের ছবি তুলে টেলিগ্রামের মাধ্যমে কাউকে পাঠিয়েছে। বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানালে পরে তিনি ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’

এ বিষয়ে বাকৃবি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলেন, ‘তার অপরাধ বিবেচনায় প্রাথমিকভাবে তাকে পরীক্ষা থেকে বহিষ্কৃত করা হয়েছে। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ করবে। যদি আরও বড় কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২০ টি অঞ্চলে ২৪৩ টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর হার ছিল ৭৮ দশমিক ১৬ শতাংশ।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage