কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, যা বলছে কর্তৃপক্ষ

ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি
ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি  © টিডিসি ফটো

কৃষি গুচ্ছের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১১তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে রবিবার রাত পর্যন্ত পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে ৪ অক্টোবর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ বলছে, ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার কারণে এমনটা দেখাচ্ছে। 

ভর্তির পরীক্ষার বিষয়ে সিভাসু রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যার কারণে এ রকম দেখাচ্ছে। ৪ অক্টোবর ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। খুব দ্রুত ওয়েবসাইটের এই সমস্যার সমাধান করা হবে।

এর আগে আজ বিকাল সাড়ে ৩ টায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজকদের নিয়ে আলোচনা সভায় বসতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আলোচনা সভায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন তারিখ ঠিক হবে বলে আশা করেছিলেন শিক্ষার্থীরা।

তবে ভর্তি পরীক্ষা পিছানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। তারা দেশের সার্বিক পরিস্থিতিতে এক থেকে দেড় মাস পড়াশোনা থেকে দূরে আছে। এছাড়াও দেশের ১২ জেলায় বন্যা হওয়ায় অনেক পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেনি। এসব এলাকার শিক্ষার্থীদের বই, নোট নষ্ট হয়ে গেছে। অল্প সময়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করলে এসব এলাকার শিক্ষার্থীদের অনেক ক্ষতি হবে। 

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি আবেদন ২২ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৩০ মে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের কর্মবিরতির ফলে গত ১৫ জুলাই চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২০ জুলাই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।


সর্বশেষ সংবাদ