গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি, বিজ্ঞপ্তি প্রকাশ

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। আগের সময় অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ দিন। শিক্ষার্থীরা এখন একদনি বেশি সময় পাবেন আবেদনের জন্য। আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটি গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন। তবে ভর্তির আবেদন চলাকালীন কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোর কমিটির সভায় ভর্তিচ্ছুদের সুবিধার্থে আবেদনের সময়সীমা আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
*আবেদন শুরু: ১২ ফেব্রুয়ারি, দুপুর ১২টা থেকে
*আবেদন শেষ: ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
*এ ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা: আগামী ২৭ এপ্রিল (শনিবার)
*বি ইউনিট (মানবিক) পরীক্ষা: আগামী ৩ মে (শুক্রবার)
*সি ইউনিট (বাণিজ্য) পরীক্ষা : ১০ মে (শুক্রবার)
*এ ইউনিটের ভর্তি পরীক্ষা: দুপুর ১২টা থেকে বেলা ১টা
*বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

আবেদনে নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে। 

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য
  • ২৯ জানুয়ারি ২০২৬
চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট বিএনপির চেয়ারম্যান, কম যান না ডা. খালিদুজ্জামানও
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬