ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ইউনিটের প্রশ্নের সমাধান দেখুন এখানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা।

May be an image of text that says "সময় MCQ লিখিত বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ 'ব্যবসায় শিক্ষা' ইউনিট আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ মিনিট ৪৫মিনিট ৪মিনিট SET- প্রশ্নপত্র MCQ প্রত্যেকটি প্রশ্ন সমমানের প্রতিটি MCQ লিখিত উত্তরের জন্য নম্বর উপসর্গটির পরীক্ষা শুরুর বাংলা তিক্ত আঠারো ছরবয় তিরক্কার অর্ধেক C. দুর্যোগে পরিষ্কার আঘাতে পঙক্তিটিতে প্রতিফলিত হয়েছে তেজ অতিক্রান্ত সংশয় উচ্চারণ সুরভিত বিনাশী আত্মজাগরণ দ্যাশোপ্রেম অতিবিলম্বিত C. প্রত্যয় দেশপেরেম পাখীসব দেশোপূপ্রেম শিক্ষকমগ্তলী Choose the correct climbed base মজিদের General English (Questions 13-16) mountain with much difficulty. bottom above adventure books. time start was rewarded top his the project. started _behaviour. inappropriate reading C. read starting start up B1 proud"

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার জন্য আবেদন করেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়েছে দুই লাখ ৭৮ হাজার ৯৯৬টি।

May be an image of ticket stub and text that says "Choose 17. 18. appropriate preposition (Questions 17-19) friend's My mother indifferent politics. was wrapped with paper. 20. for 21. for catch meeting around 20-21): thiefafter chase. caught postponed due weather. been caught C. were 'Down-to-earth' means: B’. hearted Choose correct 'Annihilate' Inhale Destroy ofthe following pairs similar Pond: D. will Dead Realistic elationship Entertain PEN: INK? Water: Cloud D. Forward D. হিসাববিজ্ঞান (Accounting) Coach: Goalkeeper পাওনাদারকে ব্যবসায়িক প্রদান। বিক্রয়। থাকে মিলকরণ মহ্য় করেনি। আর্থিক পূর্ণপ্রকাশ নীতির মুনাফা বেশিদেখানো টাকা কত হবে? এবং হয়েছে। কাম্পানিটি অগ্রাধিকার ဝ๐၀"

চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন।

May be an image of ticket stub and text

এবার ভর্তি পরীক্ষায় সময় ছিল ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ছিল ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৫ মিনিট। ঢাকার মধ্যে এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

May be an image of ticket stub and text that says "58. পণ্যের জীবন চক্রের পণ্যে পরিমার্জন B. কাস্টমাইজেশনের প্রয়োজন? 60. পুর্ণতা উৎপাদন প্রয়োজন নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? জলবায়ু বৃদ্ধিকরণ ক্রয়কালীন সঞ্য় ফিন্যান্স, ব্যাংকিং কোন ধরনের জীবন বিমায় সুবিধা পাওয়া যায়? মেয়াদি B. সাময়িক D. বিনিয়োগ বিমা (Finance, Banking and Insurance) C. বাংলাদেশে গোষ্টী বিশেষায়িত আনুইটি নয়? 64. ইস্যু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক সুরক্ষিত সমান ট্রেজারি রূপান্তরযোগ্য আদেশ রাজনৈতিক প্রভাবিত শর্তসাপেক্ষে পরিবর্তনের অভ্যম্তরীণ হয়? সম্পত্তি সংরক্ষিত প্রত্যক্ষ কারণের সুলাভিষিক্তকরণ নীতি প্রদানের মূল্যক্কীতির বেশি তারিখের B. প্রথমদিকে পরিমাণ ক্রমাথয়ে পূর্ব-তারিখেরচেক বাড়ে।"

বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয় রয়েছে।

 


সর্বশেষ সংবাদ