দু’দিনে ৭ ভর্তি পরীক্ষা, বিপাকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুরা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

দেশের সাতটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ মার্চ। দু’দিনে সাতটি ভর্তি পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাড়াহুড়ো করে পরীক্ষা আয়োজন না করে নির্দিষ্ট সময় বিরতি দিয়ে এসব পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, আগামী ৮ মার্চ সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় অর্ধলাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। একইদিন গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য (সি ইউনিট) বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করতে পারেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগামী ৯ মার্চ চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের মানবিক (বি ইউনিট) বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চূড়ান্ত ভর্তি পরীক্ষাও এদিন আয়োজন করা হবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘সি’ ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

যদিও একই দিনে একই গ্রুপের একাধিক ভর্তি পরীক্ষা নেই বলে দাবি সংশ্লিষ্টদের। তারা বলছেন, চবি কিংবা গুচ্ছের ভিন্ন ভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা পাশাপাশি দিনে অনুষ্ঠিত হবে। একই দিনে একই ইউনিটের ভর্তি পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের তেমন ভোগান্তি হবে না। তবুও বিষয়টি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর সভায় আলোচনা করা হবে।

আরো পড়ুন: বুটেক্সে ভর্তি আবেদন শুরু ২৮ জানুয়ারি, পরীক্ষা ৭ হাজার ভর্তিচ্ছুর

এ বিষয়ে সংগঠনটির সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনো কোনো সভা করিনি। তবে শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সভায় একইদিনে একাধিক ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের যেন কোনো ভোগান্তি না হয় আমরা সেটি দেখব।’

এদিকে একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় বিপাকে পরেছেন ভর্তিচ্ছুরা। বিশেষ করে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করা ভর্তিচ্ছুরা পড়েছেন বেশি বিপদে। কেননা গুচ্ছ কিংবা চবির ভর্তি পরীক্ষার একটিতে অংশগ্রহণ শেষে অন্যটির জন্য যেতে হবে অন্য জেলায়।  

মাহমুদুল হাসান নামে এক ভর্তিচ্ছু বলেন, ‘মার্চ মাসকে আমরা ভর্তির মাস হিসেবে ধরেছি। এবার রোজার আগে এতগুলো ভর্তি পরীক্ষা একসঙ্গে আয়োজন করা হচ্ছে; যা ভাবতেও অবাক লাগে। বিষয়টি নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। আমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাদের কতটা দুর্ভোগ পোহাতে হবে তা কেবল পরীক্ষার্থী এবং তাদের পরিবারই বুঝতে পারবে।’

সাবিহা জান্নাত নামে আরেক ভর্তিচ্ছু বলেন, ‘আমি বিজ্ঞানের শিক্ষার্থী হলেও গুচ্ছের মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দেব। ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছি। ডেন্টাল ভর্তি পরীক্ষার পরের দিন গুচ্ছের মানবিক বিভাগের পরীক্ষা হবে। দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে হবে। এবার ভর্তি পরীক্ষার তারিখগুলো সমন্বয় করা হয়নি। অনেক শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশ নিলেও আরেকটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।’


সর্বশেষ সংবাদ