শিশু একাডেমিতে ভর্তি আবেদন শুরু, শেষ ২১ জানুয়ারি

২০ ডিসেম্বর ২০২৩, ১০:০১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
বাংলাদেশ শিশু একাডেমি

বাংলাদেশ শিশু একাডেমি © সংগৃহীত

২০২৪ শিক্ষাবর্ষে (জানুয়ারি-ডিসেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

শিশু একাডেমির ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র শাখায় সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও সৃজন, আবৃত্তি, উপস্থাপনা শৈলী, গিটার, তবলা, নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা, দাবা, কম্পিউটার, দোতারা, সুন্দর হাতের লেখা, বেহালা ও বাঁশি—এসব কোর্সে ৬ থেকে অনূর্ধ্ব ১২ বছর পর্যন্ত শিশুরা ভর্তির সুযোগ পাবে।

এছাড়া সিনিয়র শাখায় উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, ভরতনাট্যম, কত্থক নৃত্য, মণিপুরী নৃত্য, সৃজনশীল ও লোকনৃত্য, আবৃত্তি, উপস্থাপনা শৈলী, নাট্যকলা, কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে ১৩ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিশুরা এই কোর্সে ভর্তির সুযোগ পাবে।

দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে শিশু একাডেমির ওয়েবসাইট www.shishuacademy.gov.bd থেকে ভর্তি ফরম ডাউনলোড অথবা অফিস থেকে ফরম সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ভর্তি হতে পারবে। জেলা ও উপজেলায় ভর্তির জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি। ক্লাস শুরু হবে ২৫ জানুয়ারি ২০২৪। এছাড়া এসব কোর্সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা চিত্রাংকন ও সৃজন বিষয়ে ভর্তি হতে পারবে। ইশারা ভাষায় ক্লাস নেওয়া হবে।

No photo description available.

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬