মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ও আবেদনের সময় জানা গেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মতো স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। আগামী সপ্তাহে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে। এবার শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নিয়মে বিশেষ পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। এটি দেশের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটিও। ২০২২-২৩ শিক্ষাবর্ষের মতো এবারেও মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে।

গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে চারটি অনুষদের পাঁচটি বিভাগে ২০০টি আসন ছিল। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সাইন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি ও বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

আরো পড়ুন: এবার বসছেন না উপাচার্যরা, ভর্তি পরীক্ষা নিয়ে সমন্বয়হীনতার শঙ্কা

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি মিরপুরে অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে মনোরম পরিবেশে আধুনিক সব সুবিধাসম্পন্ন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ