রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তৃতীয় শিফটের প্রশ্ন দেখুন

আজ থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে
আজ থেকে রাবির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ বছর ইউনিটটিতে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু ৷ সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছুক।

সোমবার (২৯ মে) বেলা ১টা থেকে শুরু হয় ৩য় শিফটের পরীক্ষা। এ পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয়েছে সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

আগামীকাল মঙ্গলবার (৩০ মে) কলা অনুষদভুক্ত ‘এ' ইউনিট ও বুধবার (৩১ মে) ব্যবসায় অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।

‘সি’ ইউনিটের ৩য় শিফটের প্রশ্ন দেখুন-

0dbd19cb-1cce-42eb-bf61-46a3b35f2c1f

6defe6f1-f06e-475a-9272-fd4263a805e6

943b62f8-8cec-4b82-8d58-f479f16a99a3

a81fa377-13c4-442a-a3fe-0747afeafc70


সর্বশেষ সংবাদ