গুচ্ছে অসন্তোষ অধিকাংশ ভর্তিচ্ছুর, ভোগান্তি কমাতে নানা মত

২৪ অক্টোবর ২০২২, ১১:০৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শেষে চলছে বিশ্ববিদ্যালয় ও বিষয়ের জন্য আবেদন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পৃথক পৃথক আবেদন করতে হবে। প্রতিটির আবেদন ফি ৫০০ টাকা। গত জুলাইয়ে ভর্তি পরীক্ষা শুরুর পর আগস্টে শেষ হয়। এরপর এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী ১৭ অক্টোবর থেকে।

আগের বছরের ভর্তি পরীক্ষায় তীব্র ভোগান্তির পর এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে ভোগান্তি কমেনি বলে জানিয়েছেন অধিকাংশ ভর্তিচ্ছু। এছাড়া নানা মত জানিয়েছেন তারা। দ্যা ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে মতামত চাওয়া হলে তারা এমন তথ্য জানিয়েছেন। ফেসবুক পেজে প্রশ্ন ছিল, ‘২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আপনার মতামত কী?’

এর জবাবে কমরেড কুঞ্জ লিখেছেন, ‘দায়িত্বরত গুচ্ছ কমিটির সিদ্ধান্ত গ্রহণের অনেক ব্যর্থতা আছে। স্বচ্ছতার অনেক অভাব, কোনো কিছুই বিজ্ঞপ্তি দেবার পরও পরিষ্কারভাবে বোঝা যায় না। শিক্ষার্থীরা এখনও মাইগ্রেশন সম্পর্কেই অবগত না, কিন্তু আবেদন করে যাচ্ছে। গুচ্ছ কমিটি বিজ্ঞপ্তিতেও এ ব্যাপারে পরিষ্কারভাবে বলেনি, সেটা স্বীকারও করেছে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই! বিশ্ববিদ্যালয় দ্বারা প্রভাবিত না হয়ে গুচ্ছের নিজের মেরুদন্ড শক্ত করা প্রয়োজন।'

শেখ জে হোসেনের মতে, ‘গুচ্ছ মেডিকেলের মতো মেরিট এবং বিষয় পছন্দক্রম দেওয়ার সিস্টেম হলে আমাদের ভোগান্তি কমতো। অযথা টাকা খরচ করতে হতো না।’ জহিরুল ইসলাম বাবরের মত, ‘খারাপ না ভালোই আছে এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে। সিস্টেমটা অনেক ভালো। তবে কিছু কিছু সিদ্ধান্তের ভুল আছে। যেগুলো পরিবর্তন করলে অনেক ভালো হবে।। আর সঠিক সময়ে পরীক্ষা নেওয়া, দ্রুত ভর্তি শেষ করা, সঠিক ভাবে মূল্যায়ন করে সাব্জেক্ট দেওয়া এগুলো সঠিক ভাবে করতে হবে।’

আরো পড়ুন: গুচ্ছ ভর্তিতে শিক্ষার্থীদের খরচ ৪১ হাজার টাকা!

তাসলিমা আক্তার বলেন, আমার জন্য ভালোই। কারণ কোথাও দৌড়াদৌড়ি করতে হয়নি। এক জায়গা থেকেই পরীক্ষা দিতে পেরেছি। সব ভার্সিটিতে আলাদা আলাদা এক্সাম দিতে গেলে হয়ত ২-৩ টার বেশি দেয়াই হতো না। অসুবিধা হলো একটা মেরিট লিস্ট দেয়া উচিত ছিলো। এবং সব ভার্সিটি তে অ্যাপ্লাই এর নামের ব্যবসা হচ্ছে। আমরা কেউ তো আর দুইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো না। তাও কমবেশি ৩-৪ টা বা তারো বেশি ভার্সিটি তে অ্যাপ্লাই করতে হয়েছে সবাইকে।’

জিওন হোসাইন লিখেছেন, ‘একদম ফালতু একটা সিস্টেম। জুনিয়রদের কাছে অনুরোধ রইল তারা যেন এই জিএসটি সিস্টেম এর মতো ফালতু সিস্টেমে না জড়ায়।’ মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহর মত, ‘এক কথা এখানে একটি শিক্ষা বাণিজ্য হচ্ছে। ভর্তির ব্যবস্থাটা মেডিকেলের মত করা উচিত ছিল।’

হাসিবুল হাসানের মন্তব্য, ‘পরীক্ষার প্রশ্নের মান খুবই খারাপ ছিলো।২২টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মাত্র এক ঘণ্টার হওয়া উচিৎ না। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং গুচ্ছের মতো বড় পরীক্ষা নেয়া উচিৎ।’ ইবনে আদম লিখেছেন, ‘জানিনা এখানেও কারো স্বার্থ থাকতে পারে! নাহলে ছাত্র ছাত্রীদের মানষিক ভাবে হেনস্থা করার কারণ কি?’

শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির আগে মাদ্রাসায় ছাত্রসংসদসহ সব নির্বাচন বন্ধের…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9