বাউবি’র অনার্স ভর্তি পরীক্ষা শুক্রবার
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আওতায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএ এবং বিএসএস অনার্স ভর্তি পরীক্ষা শুক্রবার (১৬ সেপেটম্বর) অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এই পরীক্ষা নেওয়া হবে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।
বাউবির পরীক্ষা সূচির নির্দেশনায় বলা হয়, পরীক্ষা হলে পরীক্ষার্থী প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে প্রবেশ করবেন। মোবাইল ফোনসহ যেকোনও ধরনের ইলেকট্রিক ডিভাইস পরীক্ষা হলে নিষিদ্ধ। কোনও প্রকার ব্যাগ, বই, খাতা নিয়ে পরীক্ষা হলে আসা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান আবশ্যক।
উল্লেখ্য, বাউবির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে চার বছর মেয়াদি বিএ অনার্সে বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ এবং বিএসএস অনার্সে রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব বিষয় রয়েছে। ভর্তির পর শিক্ষার্থীদের ১২টি টিউটোরিয়াল ক্লাস বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে।