ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০১৭-১৮ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ AM

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টাল এর ২০১৭-১৮ সালের সমাধানসহ প্রশ্ন।
1. গাজরের মূলে নিচের কোনটি থাকে?
(a) ক্লোরোপ্লাস্ট
(b) লিউকোপ্লাস্ট
(c) ক্রোমোপ্লাস্ট
(d) অ্যামাইলোপ্লাস্ট
2. ব্যুরেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়?
(a) 0.01 cm³
(b) 1.0 cm³
(c) 0.5 cm³
(d) 0.1 cm³
3. এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে?
(a) 9.4 * 10^12 কিমি
(b) 9.7 * 10^12 কিমি
(c) 9.4 * 10^18 কিমি
(d) 9.6 * 10^12 কিমি
4. Fill up the blank with an appropriate word given below:
Food is not ______my taste
(a) For
(b) To
(c) In
(d) with
5. শিক্ষার মূল উদ্দেশ্য কি?
(a) মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা
(b) মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ সাধন
(c) বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
(d) বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো
6. মিয়োসিস কোষবিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?
(a) albumin
(b) globulin
(c) Lipoprotin
(d) histone
7. নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়?
(a)albumin
(b)globulin
(c) Lipoprotin
(d) histone
8. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
(a)AgCl
(b) (NH4)2CO3
(c) CaCO3
(d) CaSO4
9. কোন ভেক্টরের শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই হলে ভেক্টরটি হবে নিচের কোনটি?
(a) ব্যাসার্ধ ভেক্টর
(b) সদৃশ ভেক্টর
(c) নাল ভেক্টর
(d) সমরেখ ভেক্টর
10. 'কদাচিৎ সে এখানে আসে'- বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
(a) তিনি কখনও এখানে আসেন।
(b) সে এখানে খুব কমই আসে।
(c) সে এখানে আসে।
(d) তিনি খুব কমই এখানে আসেন।
11. 'NAEM' মানে?
(a) ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট
(b) ন্যাশনাল একাডেমি ফর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট
(c) ন্যাশনাল একাডেমি ফর ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট
(d) ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট
12. সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে?
(a) ভিরিয়ন
(b) নিউক্লিয়োক্যাপসিড
(c) প্রিয়নস
(d) ভিরয়েড
13. পর্যায় সারণির কোন গ্রুপের মৌলগুলো জারক?
(a) গ্রুপ-17
(b) গ্রুপ-16
(c) গ্রুপ-1
(d) গ্রুপ-2
14. অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন হয়?
(a) উপবৃত্তাকার
(b) পরাবৃত্তাকার
(c) বৃত্তাকার
(d) সরলরৈখিক
15. 'এত সুন্দর একটা কলম হাতছাড়া কর না'-বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
(a) Do not separate from this good pen.
(b) Do not part by such a good pen.
(c) Do not part with such a good pen.
(d) Do not wall off with such a good pen
16. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে?
(a) নেপাল
(b) ভূটান
(c) ব্রাজিল
(d) উজবেকিস্তান
17. বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
(a) 5 টি
(b) 10 টি
(c) 8 টি
(d) 15 টি
18. নিচের কোন অক্সাইডটি উভধর্মী অক্সাইড?
(a) CO2
(b) Al2O3
(c) MgO
(d) Na2O
19. আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি?
(a) মহাকর্ষ বল
(b) দূর্বল নিউক্লীয় বল
(c) সবল নিউক্লীয় বল
(d) তড়িৎ চুম্বকীয় বল
20. Which one is the correct active sentence of the passive form. ‘The wounded man was being helped by some boys?’
(a) Some boys were helping the wounded man.
(b) Some boys were helping the wounded man.
(c) Some boys were helped the wounded man.
(d) Some boys were being help the wounded
21. প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাসের উদাহরণ কোনটি?
(a) জবা ফুল
(b) কৃষ্ণচূড়া ফুল
(c) বাবলা ফুল
(d) কালকাসুন্দা ফুল
22. 100 kg ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1ms¯¹ বেগে ছাদের ওপর ওঠালে ক্রেনের ক্ষমতা কত?
(a) 0.98 W
(b) 10 W
(c) 98 W
(d) 9800 W
23. ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি?
(a) শিম
(b) ছোলা
(c) সরিষা
(d) পান
24. সার্বজনীন ধ্রুবক G এর মান কত?
(a) 6.67×10^-11 Nm² kg^-²
(b) 6.67×10^-17 Nm² kg^-²
(c) 6.67×10^-¹¹ Nm² kg^-²
(d) 6.67×10^-12 Nm² kg^-²
25. 'আণবিক কাচি' বা 'molecular scissor' বলা হয় কোনটিকে?"
(a) লাইপেজ এনজাইম
(b) অক্সিডেজ এনজাইম
(c) রেস্ট্রিকশন এনজাইম
(d) ইনোলেজ এনজাইম
26. কোনটি পোলার অণু?
(a) CH4
(b) CCl4
(c) H₂O
(d) HCl
27. বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহের মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোনটি?
(a) ভাওয়াল ন্যাশনাল পার্ক
(b) নিঝুমদ্বীপ ন্যাশনাল পার্ক
(c) মধুপুর ন্যাশনাল পার্ক
(d) বঙ্গবন্ধু ন্যাশনাল পার্ক, গাজীপুর
28. যদি স্পর্শ কোণ 90° এর কম হয়, তবে তরলের পৃষ্ঠ কেমন হবে?
(a) উত্তল
(b) অবতল
(c) সমতলাতল
(d) সমতলোত্তল
29. গ্রিনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ সময় এর পার্থক্য কত?
(a)৫ ঘন্টা আগে
(b) ৬ ঘণ্টা পরে
(c) ৬ ঘণ্টা আগে
(d) সাড়ে ৫ ঘণ্টা পরে
30. হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
(a) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
(b) স্ট্রেপটোলিন
(c) ভলভেন্ট
(d) স্টিনোটিল
31. মানবরক্তে কোন বাফার দ্রবণটি বিদ্যমান?
(a) NaHCO3 + H2CO3
(b) CH3COONa + CH3COOH
(c) Na2HPO3 + H3PO3
(d) NH4CI + NH4OH
32. আমিষ পরিপাককারী এজাইম কোনটি?
(a) মল্টেজ
(b) সুক্রোজ
(c) ট্রিপসিন
(d) লাইপেজ
33. একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত?
(a) 0.993 মি
(b) 0.997 মি
(c) 0.799 মি
(d) 0.731 মি
34. 'Admire' শব্দের সঠিক antonym নিম্নের কোনটি?
(a) esteem
(b) wonder
(c) appreciate
(d) abhor
35. অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি?
(a) নিউট্রোফিল
(b) মনোসাইট
(c) ইওসিনোফিল
(d) বেসোফিল
36. নিচের কোনটি প্রভাবক বিষ?
(a) CaO
(b) Al2O3
(c) As2O3
(d) Ni
37. একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে?
(a) 20-25 বার
(b) 14-18 বার
(c) 7-10 বার
(d) 30-40 বার
38. নিচে প্রদত্ত শব্দের কোন তিনটি কম্পাঙ্কের সম্বন্বয়ে ত্রয়ীর সৃষ্টি হয়?
(a) 256Hz, 328Hz, 384 Hz
(b) 256Hz, 220Hz, 384Hz
(c) 256Hz, 320Hz, 384 Hz
(d) 256Hz, 320Hz, 354 Hz
39. which one is the correct sentence given below-
(a) I eat neither mangoes nor bananas
(b) Neither I eat mangoes nor bananas
(c) I eat mangoes nor I eat bananas
(d) I neither eat mangoes nor bananas
40. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে?
(a) ২টি
(b) ৫টি
(c) ৪টি
(d) ৬টি
41. নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
(a) C + O = CO2
(b) 2H2 + O2 = 2H2O
(c) N2 + O2 = 2NO
(d) CH4 + 2O2 = CO2 + 2H2O
42. মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি?
(a) বৃক্ক
(b) মূত্রনালি
(c) অ্যাড্রেনাল গ্রন্থি
(d) রেচননালি
43. আম কৌটাজাতকরণে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়?
(a) বেনজয়িক এসিড
(b) কার্বনিক এসিড
(c) সাইট্রিক এসিড
(d) এসিটিক এসিড
44. 'সব ভাল তার শেষ ভাল যার।'- বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হল-
(a) All’s well that ends well
(b) All well that end well
(c) All are well that end well
(d) All one well when all finishes well
45 . প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরীর সংখ্যা কত?
(a) 32 টি
(b) 12 টি
(c) 16 টি
(d) 8 টি
46. দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে কি বলা হয়?
(a) কার্বোক্সিলেশন
(b) ফারমেন্টেশন
(c) অক্সিডেশন
(d) কোয়াগুলেশন
47. তারের আপেক্ষিক রোধ নির্ণয়ে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
(a) পোটেনশিওমিটার
(b) মিটার ব্রিজ
(c) গ্যালভানোমিটার
(d) পোষ্টঅফিস বক্স
48. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
(a) মৃত্যুক্ষুধা
(b) সঞ্চয়িতা
(c) অগ্নিবীণা
(d) ফণীমনসা
49. ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশীর বৈশিষ্ট্য?
(a) ঐচ্ছিক পেশি
(b) হৃদপেশি
(c) মসৃণ পেশি
(d) রৈখিক পেশি
50. লিপস্টিকে ময়েশ্চারাইজার রূপে ব্যবহৃত হয় কোনটি?
(a) ইথাইল অ্যালকোহল
(b) গ্লিসারিন
(c) ইথিলিন গ্লাইকল
(d) আইসো প্রোপাইল অ্যালকোহল
51. ফেরোচৌম্বক পদার্থ কোনটি?
(a) প্লাটিনাম
(b) সোডিয়াম
(c) তরল অক্সিজেন
(d) কোবাল্ট
52. The doctor took the 'round' in the hospital. Here 'round' is a/an----
(a) adjective
(b) noun
(c) verb
(d) adverb
53. নিচের কোনটি মেনিনজেসের অংশ নয়?
(a) ড্যুরা ম্যাটার
(b) অ্যারাকনয়েড ম্যাটার
(c) পায়া ম্যাটার
(d) হোয়াইট ম্যাটার
54. চোখের রেটিনার যে অংশ আলোক সংবেদী নয় তাকে বলে?
(a) পীতবিন্দু
(b) অপটিক স্নায়ু
(c)ফোবীয়া সেন্টালিস
(d) অন্ধবিন্দু
55. বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি?
(a) সমুদ্রের পানি
(b) ভূগর্ভস্থ পানি
(c) নদীর পানি
(d) খালের পানি
56. মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী?
(a) মনোসাইট
(b) কাপফার কোষ
(c) সাইনাস হিস্টোসাইট
(d) নিউট্রোফিল
57. নিচের কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা বেশি?
(a) ফ্লোরিন
(b) অক্সিজেন
(c) নিয়ন
(d) ক্লোরিন
58. স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো-
(a) টেসলা
(b) ওয়েবার
(c) হার্টজ
(d) হেনরি
59. সম্প্রতি ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণকে কি নামে লিপিবদ্ধ করেছে?
(a) জাতির উদ্দেশে শ্রেষ্ঠ ভাষণ
(b) সর্বশ্রেষ্ঠ নেতার ভাষণ
(c) বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজ
(d) স্বাধীনতার ঘোষণা
60. মানবদেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
(a) জরায়ু
(b) ডিম্বনালি
(c) ডিম্বাশয়
(d) সারভিক্স
61. নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা প্রদর্শন করে?
(a) প্রোপানন
(b) প্রোপান্যাল
(c) প্রোপানল
(d) প্রোপাইন
62. আলোকের কোন ধর্মের জন্য পুকুরের ভেতর মাছকে কিছুটা উপরে দেখতে পাওয়া যায়?
(a) অপবর্তন
(b) সমবর্তন
(c) প্রতিসরণ
(d) প্রতিফলন
63. মানুষের সংখ্যা কোন রক্তের গ্রুপে সবচেয়ে বেশি?
(a) A
(b) AB
(c) B
(d) O
64. এষ্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়?
(a) জৈব এসিড
(b) খনিজ এসিড
(c)অ্যালডিহাইড
(d) কিটোন
65. নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়?
(a) গামা রশ্মি
(b) এক্স রশ্মি
(c) আলফা রশ্মি
(d) বিটা রশ্মি
66. স্বাভাবিক ওজনের মানুষের বডি মাস ইনডেক্স (BMI) কত?
(a) 25-29.9 kg/m²
(b) 18.5-24.9 kg/m²
(c) 30-34.9 kg/m²
(d) 35-399 kg/m²
67. নিচের কোনটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ?
(a) রূপা
(b) সিলিকন
(c) তামা
(d) সিরামিক
68. শূন্যস্থান পূরণে নিচের কোন শব্দটি সঠিক?
I cannot make------his handwriting.
(a) up
(b) for
(c) to
(d) out
69. মোলার দাঁতের কাজ কোনটি?
(a) খাবার টুকরা করা ও ছেঁড়া
(b) খাবার টুকরা করা ও পেষণ করা
(c) খাবার চর্বন করা ও পেষণ করা
(d) খাবার ছেঁড়া ও চর্বন করা
70. নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বিজারক?
(a) Al
(b) Zn
(c) Fe
(d) Li
71. 'they rested at sunset'.
Here 'at sunset' is a/an-
(a) Adjetive clause
(b) noun clause
(c) adverb clause
(d) adverb phrase
72. মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি?
(a) ক্যালসিয়াম আয়ন
(b) লসিকা রস
(c) ফাইব্রিনোজেন
(d) প্রোথ্রম্বিন
73. গ্যাস ইলেকট্রোডে নিচের কোন ধাতুযুগল ব্যবহৃত হয়?
(a) Fe, Au
(b) Cu, Pt
(c) Pt, Au
(d) Ag, Au
74. 'আমাকে এখন যেতে হবে।' বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ নিচের কোনটি?
(a) I will go now.
(b) I am going now.
(c) I have to go now.
(d) I must go now
75. পেসমেকারের অবস্থান হৃৎপিণ্ডের কোথায়?
(a) বাম অলিন্দ
(b) বাম নিলয়
(c) ডান অলিন্দ
(d) ডান নিলয়
76. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
(a) গৃহস্থালীর কাজে
(b) সার উৎপাদনে
(c) বিদ্যুৎ উৎপাদনে
(d) শিল্প কারখানায়
77. নিম্নের কোন আপদটি (hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
(a) সড়ক দুর্ঘটনা
(b) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
(c) বায়ু দূষণ
(d) ক্যান্সার
78. মানুষের জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন করোটি স্নায়ু?
(a) ফেসিয়াল স্নায়ু
(b) হাইপোগ্লোসাল স্নায়ু
(c) অপটিক স্নায়ু
(d) অকুলোমোটর স্নায়ু
79. কাগজের প্রধান উপাদান কোনটি?
(a) লিগনিন
(b) সেলুলোজ
(c) স্টার্চ
(d) কুকিং লিকার
80. প্রাথমিক বর্ণ নয় কোনটি?
(a) লাল
(b) সবুজ
(c) বেগুনি
(d) নীল
81. 'It takes two to make a quarrel' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ নিচের কোনটি?
(a) ঝগড়া তৈরিতে দুই উপাদান প্রয়োজন।
(b) দুই-এ ঝগড়া তৈরি হয়।
(c) দুইয়ে দুইয়ে ঝগড়া হয়।
(d) এক হাতে তালি বাজে না।
82. নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ?
(a) ইনসুলিন ও অ্যাড্রেনালিন
(b) থাইরক্সিন ও সিক্রেটিন
(c) সিক্রেটিন ও এন্টারোগ্যাস্ট্রিন
(d) ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন
83. ভূ-পৃষ্ঠের যে স্থানে ভূ-চৌম্বক প্রাবল্যের অনুভূমিক ও উলম্ব উপাংশ সমান সেখানে-
(a) বিনতি কোণ 0°
(b) বিনতি কোণ 90°
(c) বিনতি কোণ 45°
(d) বিনতি কোণ 60°
84. নিচের কোন ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হবে না?
(a) সিজিয়াম
(b) পটাসিয়াম
(c) অ্যালুমিনিয়াম
(d) সোডিয়াম
85. সাম্প্রতিক বিশ্বে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি কে?
(a) বিল গেটস-- মাইক্রোসফ্ট
(b) মার্ক জুকারবার্গ-- ফেসবুক
(c) সালমান খান-খান একাডেমি
(d) জেফ বেজোস-- অনলাইন মার্কেটিং
86. ভাইরাসের আক্রমণে শরীরের ভিতরে স্বতঃস্ফূর্তভাবে নিচের কোনটি তৈরি হয়?
(a) এন্টিবডি
(b) ইন্টারফেরন
(c) নিউট্রোফিল
(d) মনোসাইট
87. কাঁচের উপর লিখতে নিচের কোন এসিডটি ব্যবহৃত হয়?
(a) HF
(b) HNO3
(c) HCl
(d) H2SO4
88. বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম পরবর্তী হোম সিরিজ 'জানুয়ারি ২০১৮' কোন দেশের সাথে খেলবে?
(a) আয়ারল্যান্ড
(b) শ্রীলঙ্কা
(c) আফগানিস্তান
(d) ওয়েস্ট ইন্ডিজ
89. 'Concern' শব্দের সঠিক Synonym নিম্নের কোনটি?
(a) negligence
(b) indifference
(c) worry
(d) apathy
90. Fill up the blank with a preposition given below. I found the place --- my liking.
(a) to
(b) for
(c) with
(d) on
91. সংক্রামক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি?
(a) Vibrio cholerae
(b) Rota virus
(c) Clostridium difficile
(d) Escherichia coli
92. নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি?
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) কার্বন
93. মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা-
(a) একটি অম্লীয় তরল
(b) এনজাইম সমৃদ্ধ
(c) পাকস্থলিতে পরিপাকে সহায়তা করে
(d) যকৃতে তৈরি হয়
94. 'May you live long'- Which kind of sentence is the above one?
(a) assertive sentence
(b) imperative sentence
(c) interrogative sentence
(d) optative sentence
95. নিচের কোন ধাতুটির বিষক্রিয়ায় অস্টিওপোরোসিস হয়?
(a) Pb
(b) Cr
(c) As
(d) Cd
96. শরীরের ব্যথা-বেদনা উপশমে নিচের কোন রশ্মিটি ব্যবহৃত হয়?
(a) অতিবেগুনি রশ্মি
(b) এক্স রশ্মি
(c) অবলোহিত রশ্মি
(d) বিটা রশ্মি
97. বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথে কোনো গ্যাস সজোরে একমুখী বের হবার প্রক্রিয়াকে কি বলে?
(a) ব্যাপন
(b) অভিস্রবণ
(c) অনুব্যাপন
(d) শোষণ
98. ইউরেনিয়ামের গড় আয়ু কত বছর?
(a) ৪৫ বছর
(b) ৪৫ কোটি বছর
(c) ৪৫০ কোটি বছর
(d) ৪৫০ বছর
99. প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
(a) CH4
(b) CO2
(c) N2O
(d) CFC
100. ডোপ্যান্ট কি?
(a) অপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(b) অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(c) পরিবাহীর সাথে মিশ্রিত অপদ্রব্য
(e) পরিবাহীর সাথে অপরিবাহীর মিশ্রণ
উত্তরসমূহ : 1. C 2. D 3. A 4.B 5.B 6.B 7. C 8.B 9.C 10.D 11.D 12. B 13.A 14. B 15.C 15.C 16.C 17. A 18.B 19.D 20. A 21.C 22.C 23.D 24.C 25.C 26.C 27.B 28.B 29.C 30.A 31.A 32.C 33.A 34.D 35.B 36.C 37.B 38.C 39.A 40.C 41.C 42.C 43.C 44.A 45.C 46.D 47.B 48..A 49.B 50.B 51.D 52.B 53.D 54. D 55.B 56.B 57. C 58.D 59.c 60.B 61. B 62.C 63.c 64.A 65.B 66.b 67. B 68.D 69.C 70.D 71.D 72.B 73.C 74.C 75.C 76.C 77.A 78.B 79. B 80.C 81.D 82.C 83.C 84.C 85.NO ANS 86.B 87.A 88.B 89.C 90.A 91.B 92.C 93.D 94.D 95.D 96.C 97.C 98.C 99.B 100.B