একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে জানা যাবে

২০ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © টিডিসি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। যাচাই-বাছাই শেষে আজ বুধবার রাত ৮টার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এর আগে ১৫ আগস্ট দেশের সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির এই আবেদন শেষ হয়। নির্বাচিতদের ফল প্রকাশের পরই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কার্যক্রম হবে আগামী ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের রেজাল্ট আজ রাত ৮ টায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের ভর্তি রোল দিয়ে দেখতে পারবে ফলাফল।

তথ্য অনুযায়ী, গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩,০৩,৪২৬ জন পাস করেন। পুনঃনিরীক্ষণে আরও ৪,৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সব মিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩,০৮,২১৮ জন। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১,০৪,৪১১ জন। স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১২,০৩,৮০৭ জন। এরমধ্যে ১,৩০,৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেননি।

ভর্তি কমিটির সদস্যরা জানান, অনেকে পছন্দক্রম ও ফলাফলের সামঞ্জস্য না থাকায় কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নির্বাচিত হননি। প্রথম ধাপে আবেদন না করা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

ফল জানা যাবে ওয়েবসাইট থেকে
প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা রাত ৮টার পর একাদশ শ্রেণি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) গিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদরাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

যেসব শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চায়ন করতে হবে। কেউ যদি নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে না চান, তাহলে নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। নিশ্চায়ন করা শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশনের সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা পছন্দ অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ পেতে পারেন।

জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9