কলেজের ‘ভুলে’ স্বপ্নভঙ্গ এইচএসসি দুই পরীক্ষার্থীর

স্বপ্নভঙ্গ দুই এইচএসসি পরীক্ষার্থীর
স্বপ্নভঙ্গ দুই এইচএসসি পরীক্ষার্থীর  © সংগৃহীত

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজের প্রশাসনিক ‘অনিয়মের’ কারণে এমন পরিস্থিতির শিকার হয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হলেও, পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই দুই শিক্ষার্থীকে। প্রবেশপত্র না পাওয়ায় তারা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

ভুক্তভোগী ইয়াসিন আরাফাত সাংবাদিকদের বলেন, ‘আমি পরীক্ষার হলে থাকার কথা, কিন্তু এখন কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কলেজের ভুলে আমরা কেন ভুগব?’

অপর শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাকে সকাল ৯টার মধ্যে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। আমরা ১০টা পর্যন্ত অপেক্ষা করেছি, কেউ যোগাযোগ করেনি। আমি নিয়মিত ছাত্র, ক্লাস ক্যাপ্টেন, ক্লাস টপার। আরও কয়েকজনের সমস্যা ছিল, তাদেরটা ঠিক করা হলেও আমাদেরটা করা হয়নি।’

তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের খোঁজ নেয়নি এবং পরীক্ষার জন্য বিকল্প কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।

ঘটনার বিষয়ে জানতে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইভানা তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সচেষ্ট আছি। অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে আইনি সহায়তা দেওয়া হবে।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ডিএনসিসি অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ফরম পূরণের দায়িত্বে থাকা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জড়িত শিক্ষকের নাম তিনি জানাতে পারেননি।

তিনি আরও বলেন, যাদের গাফিলতিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভারপ্রাপ্ত অধ্যক্ষের গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!