নাবিলা অভিনীত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তি পাচ্ছে ঈদে 

মাসুমা রহমান নাবিলা
মাসুমা রহমান নাবিলা  © সংগৃহীত

অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ মুক্তির পর থেকেই তাকে ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করলেও গেল বছরের রোজার ঈদে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাঁর অভিনীত সিনেমা ‘তুফান’ মুক্তি পায়। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেললে আবারও আলোচনায় আসেন নাবিলা।

এবার আসন্ন ঈদকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে নাবিলার অভিনীত নতুন সিনেমা ‘বনলতা সেন’। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী। 

নাবিলা বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর আমার অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে এ ভাবনাটাই ভালো লাগার। আমি সত্যিই আশাবাদী যে ‘বনলতা সেন’ দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে। গল্প, নির্মাণ ও অভিনয় সব মিলিয়ে এটি দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, আগামী রোজার ঈদে একাধিক সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমার নাম আলোচনায় এসেছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘বনলতা সেন’। ২০২১ সালেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে তখন মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে নতুন বছরে সিনেমাটি দর্শকের সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলা সাহিত্যের শক্তিমান কবি জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। 

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানান, ২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখেই ‘বনলতা সেন’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হবে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!