চিকিৎসকদের সম্মানে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন তরুণী

০৬ জুলাই ২০২০, ০৮:০৪ PM
ক্যারোলিনা মারিন

ক্যারোলিনা মারিন

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা ফ্রন্টলাইন হিরো। এখন পর্যন্ত তাদের কুর্নিশ জানিয়ে নানাভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশ-বিদেশের অ্যাথলিটরা। তালিকায় নবতম সংযোজন স্পেনের অলিম্পিক সোনাজয়ী শাটলার ক্যারোলিনা মারিন।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী মহিলা শাটলার মারিন। চার বছর আগে ব্রাজিলের রাজধানী শহরে যিনি ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন।

স্পেনের রাজধানী শহর মাদ্রিদের ভার্জেন দেল মার হসপিটাল কোভিড-১৯ মোকাবিলায় সম্প্রতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর দুঃসময়ে সেই ফ্রন্টলাইন হসপিটালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে অলিম্পিক সোনা সহ তাঁর সমস্ত মেজর খেতাব তাঁদের হাতে তুলে দিতে চলেছেন স্প্যানিশ শাটলার।

কোভিড-১৯ মোকাবিলায় ফ্রন্টলাইন হিরোদের সম্মানার্থে মারিনের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সম্প্রতি ওই হাসপাতালের নার্স-চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন মারিন। দুঃসময়ে সাধারণ মানুষের জন্য তাঁদের নিরন্তর পরিষেবাকে কুর্নিশ জানিয়ে তাঁর সমস্ত পদক তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন ২৭ বছরের এ তরুণী।

গণমাধ্যমকে মারিন জানিয়েছেন, ‘আমি উনাদের সঙ্গে কথা বলেছি এবং আমার সমস্ত পদক তাঁদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছি। কারণ স্পেনের মানুষের কাছে ওরাই বাস্তবের নায়ক। ওদের এই সাধুবাদ প্রাপ্য।’

উল্লেখ্য, স্যানিতাস সিমা নামক বার্সেলোনার ওই হাসপাতাল একশো পেরনো এক কোভিড১৯ আক্রান্তকে ফের জীবনের মূলস্রোতে ফিরিয়ে এনেছে।

মারিন জানিয়েছেন, ‘এমন ঘটনা ভীষণই অনুপ্রেরণাদায়ক। আমি ওই হাসপাতালকে ধন্যবাদ জানাতে চাই। ওরা অবিশ্বাস্য একটা কাজ করেছে। আমি ফ্রন্টলাইন হিরোদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা নিজেদের জীবনকে বাজি রেখে সাধারণ মানুষের জীবন রক্ষা করে চলেছেন প্রতিনিয়ত।’

সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬
রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬