ভারতের জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং সবচেয়ে তরুণ বিচারপতির চেয়ারে বসতে যাচ্ছেন। রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় উত্তীর্ন হয়ে মাত্র ২১ বছর বয়সেই ইতিহাস সৃষ্টি করলেন মায়াংক।
মায়াংক জানিয়েছেন, বরাবরই বিচারকের চাকরি করার ইচ্ছা তার। তাই এলএলবি শেষ হতেই বিচারবিভাগের পরীক্ষায় বসেন তিনি। সেই স্বপ্ন শুধু সফল হচ্ছে তা নয়, পাশাপাশি ইতিহাসেও নিজের নাম লিখে ফেলছেন এই তরুণ।
চলতি বছরেই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়। দু'বছর প্রোবেশনে থাকার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াংক।
সম্প্রতি, গত এপ্রিলে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স শেষ করেন মায়াংক। তারপর রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় প্রথমবারই উত্তীর্ন হন তিনি।