আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন ঢাবির দুই শিক্ষার্থী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০৩:১৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০১৮, ০৩:১৯ PM
রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস (আরওয়াইএস) কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক বিমিনয় বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। তারা হলেন- রাগীব রহমান ও সাদিয়া আশরাফী থিজবী।
রাগীব রহমান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ এর সভাপতি।
অন্যদিকে, সাদিয়া আশরাফী থিজবী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নৃত্যবিষয়ক কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণ করতে শুক্রবার এই দুই শিক্ষার্থী কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করছেন। ১৮ তারিখ সম্মেলন ও সাংস্কৃতিক পরিবেশনা শেষ করে তাদের দেশে ফেরার কথা।
আয়োজনের দক্ষিণ এশিয়া শাখার সমন্বয়ক সাজিদীন সারাঝ বলেন, বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যেই এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদেরকে সম্মেলনের জন্য বাছাই করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১০ থেকে ১৭ই আগস্ট অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।