অষ্টম দিনেও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত

০২ মে ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বরাবর টানা অষ্টম রাতেও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন সেক্টরে ভারত ও পাকিস্তানের দুই পক্ষের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র দিয়ে এনডিটিভি জানিয়েছে, গুলি বিনিময় হয়েছে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা ও আখনূর এলাকায়।

বৃহস্পতিবার (১ মে) রাতে এ ঘটনা ঘটে।

সম্প্রতি পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনার পর, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ওই ঘটনার পর ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়। সীমান্ত বন্ধ করা হয়, কূটনৈতিক সম্পর্কও সীমিত করা হয়।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে। পাকিস্তান সরকার জানায়, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হলে সেটিকে তারা একটি গুরুতর পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে।

সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষ নিরাপত্তা হুমকির আশঙ্কায় আবারও তাদের ব্যক্তিগত বাঙ্কার পরিষ্কার করতে শুরু করেছেন। কিছু এলাকায় ফসল কাটার কাজ শেষ হলেও পুঞ্চ, রাজৌরি, সাম্বা ও কাঠুয়ায় তা এখনো চলছে।

গত মঙ্গলবার পাকিস্তানের গুলি চালানোর পর তা পারগওয়াল সেক্টর পর্যন্ত বিস্তৃত হয়, যা আন্তর্জাতিক সীমান্তের অংশ। ওই দিন ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনস বিভাগের প্রধানরা হটলাইনে যোগাযোগ করেন। সূত্র জানায়, দুই পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে।

ভারত-পাকিস্তান সীমান্ত মোট ৩ হাজার ৩২৩ কিলোমিটার। যার মধ্যে ৭৪০ কিমি এলওসি এবং ১১০ কিমি অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে উভয় দেশের সেনা কর্মকর্তারা ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার অঙ্গীকার করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলছে।

বর্তমান পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে আতঙ্ক ও সতর্কতা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্বারোপ করছে।

এদিকে ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও গতকাল রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

‘যাদের ৩৯ জন এমপি প্রার্থী ঋণখেলাপি, তারা দেশকে দুর্নীতিমুক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, হাসপাতালে ২
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জামায়াতে ইসলামীর সর্বকনিষ্ঠ প্রার্থী আমির হামজা
  • ২৫ জানুয়ারি ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, সময় বাড়ল আবেদনের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা নিয়ে সর্বশেষ যা জানাল শিক্ষা মন্ত্রণ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আবারও পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬