স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার পেল ‘নেত্র নিউজ’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মে ২০২৫, ১০:১০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
সুইডেনভিত্তিক অনুসন্ধানী ও জনস্বার্থ বিষয়ক ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজকে মর্যাদাপূর্ণ শোরেনস্টাইন সাংবাদিকতা পুরস্কারে ভূষিত করেছে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াল্টার এইচ. শোরেনস্টাইন এশিয়া-প্যাসিফিক রিসার্চ সেন্টার।
অভিজ্ঞ সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি কমিটি এই বছরের বিজয়ী হিসেবে নেত্র নিউজকে নির্বাচিত করেছে। প্রতিষ্ঠানটির এডিটর-ইন-চিফ তাসনিম খলিল এই বছরের শেষের দিকে স্ট্যানফোর্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ ও প্যানেল আলোচনায় মূল বক্তা হিসেবে অংশ নেবেন।
আজ বৃহস্পতিবার (১ মে) রাতে নেত্র নিউজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্ট্যানফোর্ডের ওয়াল্টার এইচ. শোরেনস্টাইন এশিয়া-প্যাসিফিক রিসার্চ সেন্টারের ভাষ্য অনুযায়ী, পুরস্কারের বিচারক কমিটি নেত্র নিউজকে “বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতার একটি অপরিহার্য শক্তি” হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এক চিঠিতে সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, নেত্র নিউজ “সরকারি আক্রমণ ও ভয়-ভীতির সম্মুখীন হয়েও কর্তৃত্ববাদ মোকাবেলা ও ক্ষমতার সামনে সত্য উচ্চারণ করতে গভীর অনুসন্ধানকে নির্ভীকভাবে ব্যবহার করেছে।”
নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিলকে পাঠানো চিঠিতে স্ট্যানফোর্ডের এই বিদ্যায়তনিক কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, “আপনার ও নেত্র নিউজের কাজ শোরেনস্টাইন পুরস্কারের লক্ষ্যকে ধারণ করে।” জনস্বার্থ সাংবাদিকতার শক্তিকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপনের সামর্থ্যকে ব্যবহার করে যেসব সাংবাদিক ও সংবাদমাধ্যম এশিয়া অঞ্চল সম্পর্কে বৈশ্বিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদেরকে স্বীকৃতি দিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
এছাড়া “ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকির মুখে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র এগিয়ে নিতে অসামান্য অবদান” রাখায় প্রধান সম্পাদকের প্রশংসা করেছে বিচারক কমিটি।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেত্র নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ইখতিসাদ আহমেদ বলেছেন, “নিজেদের পথচলার এক গুরুত্বপূর্ণ সময়ে নেত্র নিউজ এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিতদের কাতারে অন্তর্ভুক্ত হয়েছে। প্রবাস-ভিত্তিক সংবাদকক্ষ হিসেবে যাত্রা শুরু করে আমরা এখন বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছি।”
তিনি আরও করেন, “বাংলাদেশ থেকেই আমরা সাংবাদিকতা ও জনস্বার্থের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিতে কাজ অব্যাহত রাখবো।”
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে বাংলাদেশের সংবাদমাধ্যমে ক্রমবর্ধমান প্রত্যক্ষ ও পরোক্ষ সেন্সরশিপের প্রেক্ষিতে ২০১৯ সালে সুইডেনে প্রতিষ্ঠিত হয় নেত্র নিউজ। বাংলাদেশে গোপন কারাগার উন্মোচন থেকে শুরু করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততা, এসব হত্যাকাণ্ডের কার্যপদ্ধতি উন্মোচন ও ভুক্তভোগীদের তথ্য চিত্রায়ণসহ মানবাধিকার সংক্রান্ত সাংবাদিকতায় অবিচল ছিল নেত্র নিউজ।
মাত্র ৬ বছরের যাত্রায় নেত্র নিউজ ইতোমধ্যেই বিশ্ব সাংবাদিকতার শীর্ষ কয়েকটি সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ২০২৩ সালের ‘গ্লোবাল শাইনিং লাইট অ্যাওয়ার্ড', ডাটা জার্নালিজম বিষয়ক ‘সিগমা অ্যাওয়ার্ড' ও 'হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড'।
শোরেনস্টাইন সাংবাদিকতা পুরস্কার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কভারেজে “অসাধারণ” সাংবাদিক ও সংবাদমাধ্যমের উৎকর্ষের স্বীকৃতি দেয়। পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা, জাপানের আসাহি শিম্বুন পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক ইয়োইচি ফুনাবাশি, ভারতের দ্য ক্যারাভান সাময়িকী এবং দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর বহু সাংবাদিক।