গুপ্তচর সন্দেহে এক ইসরায়েলিকে মৃত্যুদণ্ড দিল ইরান

ইরানের পতাকা
ইরানের পতাকা   © ফাইল ফটো

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি ও ২০২২ সালে ইসলামি বিপ্লবী গার্ডের এক কর্নেলকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (২৯ এপ্রিল) এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিলেন এবং সেনা কর্নেল হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড এমন একটি সময়ে কার্যকর করা হয়েছে যখন আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে ইরানের। আমেরিকা চায় অতীতের চুক্তি বাতিল করে নতুন করে পরমাণু চুক্তি করতে। এই চুক্তি নিয়ে ওমানে ইরান-আমেরিকা তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে। তবে ইরানের সঙ্গে আমেরিকার কোনও রকম পরমাণু চুক্তিতে তীব্র আপত্তি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি চান ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করতে।

আরো পড়ুন: পাকিস্তানি বিমানের জন্য বন্ধ হলো ভারতের আকাশসীমা

প্রসঙ্গত, দীর্ঘ বছর ধরে ছায়া যুদ্ধ চলছে ইরান ও ইসরাইলের মধ্যে। ইরান দাবি করে, তাদের একাধিক বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ। শুধু তাই নয়, ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক কর্মসূচি ক্ষেত্রগুলিতে হামলা চালানোর নেপথ্যেও রয়েছে ইসরাইল। মোসাদের চর ও গুপ্তচরবৃত্তির অভিযোগে এর আগেও অসংখ্য মানুষকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence