পৃথিবীর ভয়াবহ ১০ ভূমিকম্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
পৃথিবীর ইতিহাসে কিছু ভূমিকম্প মানুষের জীবনে অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। বিজ্ঞান জানায়, ভূমিকম্প ঘটে প্লেট টেকটনিক্স বা ভূ-গর্ভস্থ শক্তির অস্থিরতার কারণে। তবে মানুষের জীবনের ওপর এদের প্রভাব, মৃত্যু এবং ধ্বংসের মাত্রা চরম হয়ে ওঠে। ইতিহাসের ১০টি ভয়াবহ ভূমিকম্প যা মানুষকে এখনও ভয় ও সতর্কতার বার্তা দেয়।
শানসি, চীন, ১৫৭০
১৫৭০ সালে চীনের শানসি প্রদেশে ভূমিকম্পে প্রায় ৮৫০,০০০ মানুষ নিহত হয়। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পে সম্পূর্ণ নগর ধ্বংস হয়ে যায়।
ভ্যালডিভিয়া, চিলি, ১৯৬০
চিলির ভ্যালডিভিয়ায় ২২ মে ১৯৬০ সালের ভূমিকম্পের মাত্রা ছিল ৯.৫ রিখটার স্কেলে। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ ঘটনায় ৬,০০০–৬,৫০০ মানুষ নিহত হন।
আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র, ১৯৬৪
২৬ মার্চ ১৯৬৪ সালে আলাস্কায় ভূমিকম্পের মাত্রা ছিল ৯.২। ভূমিকম্প ও সুনামির কারণে ১৩১ মানুষ নিহত হয়।
হাইদরাবাদ-ওয়েস্ট, ইরান, ১৯০৯
ইরানের হাইদরাবাদ অঞ্চলে ১৯০৯ সালে ভূমিকম্পে প্রায় ২০,০০০–৩০,০০০ মানুষের মৃত্যু ঘটে।
তাংশান, চীন, ১৯৭৬
চীনের তাংশান শহরে ২৮ জুলাই ১৯৭৬ সালে মাত্রা ৭.৫ ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষ নিহত হন। নগরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়।
পেরু, ১৯৭০
মাটুয়ান ভ্যালিতে ৩১ মে ১৯৭০ সালে ভূমিকম্প ও ভস্মীভূত ভূমিধসে ৬৭,০০০ মানুষের মৃত্যু হয়।
সুমাত্রা, ইন্দোনেশিয়া, ২০০৪
২৬ ডিসেম্বর ২০০৪ সালে সুমাত্রা দ্বীপের ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২,৩০,০০০–২,৮০,০০০ মানুষ নিহত হন। এটি যুগান্তকারী ধ্বংসযজ্ঞের মধ্যে অন্যতম।
কাশ্মীর, পাকিস্তান/ভারত, ২০০৫
৮ অক্টোবর ২০০৫ সালে কাশ্মীর অঞ্চলে মাত্রা ৭.৬ ভূমিকম্পে প্রায় ৮৬,০০০ মানুষ নিহত হন। হাজার হাজার মানুষ নিখোঁজ ও গৃহহীন হন।
নেপাল, ২০১৫
২৫ এপ্রিল ২০১৫ সালে নেপালে মাত্রা ৭.৮ ভূমিকম্পে ৯,০০০ মানুষের মৃত্যু হয়। কাতমাণ্ডু শহরসহ বহু ঐতিহাসিক নিদর্শন ধ্বংসপ্রাপ্ত হয়।
ইন্দোনেশিয়ার লোম্বক, ২০১৮
ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ২০১৮ সালে ভূমিকম্পে প্রায় ৫০০ মানুষ নিহত হন। হাজার হাজার মানুষ গৃহহীন হন।