আট দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

আট দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
আট দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন  © টিডিসি ফোটো

যশোরে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আটদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকালে শহরের ঈদগাহ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছ আল্লাহর একটি বিশেষ নিয়ামত। তাই আমাদের সকলের উচিত বাড়ির আশেপাশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা’। 

আরও পড়ুন: হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সামাজিক বন বিভাগের কর্মকর্তা অমিতা মন্ডল। অন্যান্য বক্তারা হলেন: জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক নুরুজ্জামান, এবং ছাত্র প্রতিনিধি আল মামুন লিখন।

বৃক্ষমেলায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগের আয়োজনে মোট ৩০টি স্টল স্থাপন করা হয়েছে যেখানে বিভিন্ন প্রকারের গাছ ও বৃক্ষরোপণের সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এই মেলা এবং অভিযানের মাধ্যমে জনসাধারণকে বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করার পাশাপাশি একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!