আর্থ’স অ্যান্টস ওরিয়েন্টেশন ২০২৫: নতুনদের নিয়ে সবুজ স্বপ্নের নতুন শুরু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪৪ AM
২৮ জুন ২০২৫—দিনটিকে Earth’s Ants পরিবার মনে রাখবে এক নতুন যাত্রার সূচনার দিন হিসেবে। ঢাকায় আয়োজন করা হয় সংগঠনের নতুন সদস্যদের জন্য এক প্রাণবন্ত ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেখানে মিশে ছিল পরিচিতি, অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রতিশ্রুতি। এতে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।
অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. মিরাজুল ইসলাম-এর আন্তরিক বক্তব্য দিয়ে। তিনি বলেন, ‘Earth’s Ants শুরু হয়েছিল কিছু স্বপ্ন দেখা তরুণের হাত ধরে। আজ আমরা শুধু একটি সংগঠন নই—আমরা এক আন্দোলন, একটি ভবিষ্যতের জন্য সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রয়াস।’
তিনি তুলে ধরেন সংগঠনের পথচলার গল্প, Operation GreenForce 5.0-এর মতো উল্লেখযোগ্য উদ্যোগ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সাম্প্রতিক SMSC'25-এ ‘CODE RED’ প্রজেক্টে অংশগ্রহণের কথা।
এরপর নতুন সদস্যরা একে একে নিজেদের পরিচয় দেন। তাদের কথায় উঠে আসে পরিবেশ নিয়ে দুশ্চিন্তা, দায়িত্ববোধ, আর Earth’s Ants-এর মাধ্যমে কিছু সত্যিকারের পরিবর্তন আনার ইচ্ছা।
প্রোগ্রামের একটি বড় আকর্ষণ ছিল মূল তিন টিম লিডারের বক্তব্য, যারা নিজ নিজ অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন:
মো. আকিব আহমেদ তালুকদার (প্রধান, রিসার্চ ও পাবলিকেশন) বলেন, ‘গবেষণা মানে শুধু পড়াশোনা নয়—এটা জ্ঞান ছড়িয়ে দেওয়ার, মানুষের মন বদলানোর শক্তি।’
নোশিন তানজিম অথৈই (প্রধান, মার্কেটিং ও পাবলিক রিলেশনস) বলেন, ‘আজকের দুনিয়ায় গল্প বলা একটা শক্তিশালী অস্ত্র। সচেতনতা ছড়াতে হলে আমাদের গল্পটাই হতে হবে সবচেয়ে প্রভাবশালী।’
নূরেন তাসনিম (জেনারেল সেক্রেটারি) তার আবেগময় বক্তব্যে বলেন, ‘আমি শুরু করেছিলাম একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। আজ আমি নেতৃত্ব দিচ্ছি কারণ Earth’s Ants আমাকে দিয়েছে আত্মবিশ্বাস, কণ্ঠস্বর আর দিক নির্দেশনা।’
এরপর মঞ্চে আসেন ট্রেজারার রাফি আহমেদ ফিদা, যিনি সংগঠনের নাম ও মূল দর্শনের পেছনের ভাবনা ব্যাখ্যা করেন এক কাব্যিক ভঙ্গিতে, ‘Earth’s Ants মানেই একসাথে, শৃঙ্খলা ও একাগ্রতায় পরিবেশ রক্ষার অঙ্গীকার।’
অনুষ্ঠানের মাঝখানে আয়োজন করা হয় হালকা স্ন্যাকস ও গিফট কুপনের—যার স্পন্সর ছিল Cafeista, Fabrilife ও BoiBook।
আর বিশেষ মুহূর্ত হিসেবে ছিল ‘Best Executive Award 2025’-এর ঘোষণা। তিনজন দক্ষ ও নিবেদিত সদস্যকে তাঁদের অসাধারণ অবদানের জন্য CEO-এর হাত থেকে পুরস্কার প্রদান করা হয়।
সবশেষে, সবাই মিলে অংশ নেয় একটি মিলনমুখর গ্রুপ ফটো সেশনে—যেখানে বন্দী হয় বন্ধন, একাত্মতা আর একটি সবুজ ভবিষ্যতের প্রতি প্রতিজ্ঞা।
এই আয়োজন ছিল শুধুই একটি ওরিয়েন্টেশন নয়—এটি ছিল এক নতুন শুরুর গল্প।
একদল তরুণ-তরুণী যাদের চোখে স্বপ্ন, মনে দায়বদ্ধতা—আর যাদের হাত ধরেই এগিয়ে যাবে সবুজ পৃথিবীর পথে পরিবর্তনের যাত্রা।