দেশের ১৩ অঞ্চলে ঝড়ের সতর্কতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৯ PM
দেশের ১৩টি অঞ্চলে ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে জানান, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে আসা শক্তিশালী বাতাস রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টার পূর্বাভাসেও সারাদেশে বৃষ্টির প্রবণতা সম্পর্কে সতর্ক করেছে আবহাওয়া অফিস। বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অবস্থায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে জনজীবনে সাময়িক অসুবিধা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।