জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের ৪ দশক পূর্তি উদযাপন

২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় © টিডিসি

জমকালো আয়োজনে চার দশক পূর্তি উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এ সময় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনকালে রাবি প্রেসক্লাবের সহসভাপতি আশিকুল ইসলাম ধ্রুবের সঞ্চালনায় সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আমার আবেগের জায়গা। নানা চড়াই উৎরাই পার হয়ে প্রিয় সংগঠন আজ ৪০ বছরে পদার্পণ করেছে৷ চার দশক পূর্তি উপলক্ষ্যে আমরা চেষ্টা করেছি জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার।আশা করছি, সামনের দিনগুলোতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে। তাদের চার দশক পূর্তিতে আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও তারা তাদের পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। 

প্রসঙ্গত, আমরা নির্ভীক সত্য লিখবই’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে রাবি প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ারভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে আসছে সংগঠনটি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫