বাইরে থেকে প্যানেলপ্রতি ৫ জনকে ক্যাম্পাসে থাকার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন

১৬ অক্টোবর ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৭ PM
রাকসু ভবন

রাকসু ভবন © টিডিসি সম্পাদিত

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়া আর কারোর ক্যাম্পাসে ঢোকার অনুমতি নেই। তবে আবেদন সাপেক্ষে নির্বাচনি পরিবেশ দেখতে প্রতি প্যানেলের ৫ জন নেতাকে অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ক্যাম্পাসে ঢুকতে পারছেন বহিরাগতরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমানকে বসে থাকতে দেখা যায়। এটা দেখে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। এর আগে গতকাল বিকেলেও আমান টুকিটাকি চত্বরে দেখা যায়। গতকাল নির্বাচন কমিশন জানান, উনি ঢুকলেন কীভাবে? উনার তো আসার কথা না এখানে। উনি কীভাবে ঢুকলেন? আচ্ছা, বিষয়টা আমি দেখছি।

আরও পড়ুন: শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ নিয়ে আলোচনা চলছে: শিক্ষা উপদেষ্টা

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও রাবির সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, আমরা এমন অনুমতি চাইনি। শুনলাম, ছাত্রদল থেকে এমন অনুমতি চাওয়া হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলোর ৫ জন করে নেতাকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দিয়েছে। এজন্য আমরাও চারজন নেতা ক্যাম্পাসে আছেন।

জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন, আমি নিজেও দেখেছি। প্রশ্ন হলো প্রশাসনের নিষেধাজ্ঞার পরও একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা কীভাবে ভোট চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করলেন সেটাই  দেখার বিষয়। তিনি প্রশাসনকে ম্যানেজ করে নাকি অন্যভাবে ঢুকেছেন আমরা জানিনা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য এটি উদ্বেগজনক।

এ বিষয়ে নির্বাচন কমিশন বলেন, নির্বাচনি পরিবেশ দেখার জন্য অনেকে আবেদন করেছে। আমরা সে সেই সাপেক্ষে পাঁচজনকে অনুমতি দিয়েছি। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না, ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবে। নির্বাচন কেমন হচ্ছে তা দেখবে। আমরা ছাত্রদল, শিবিরসহ যারা আবেদন করেছে সবাইকেই পাঁচজন করে আনার অনুমতি দিয়েছি।

ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫