ঢাবির দোকানে পচা দই-মিষ্টি, অভিযান চালিয়ে জব্দ করেন হল সংসদের নেতারা

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM
পচা খাদ্যদ্রব্য জব্দ করেন হল সংসদ নেতা

পচা খাদ্যদ্রব্য জব্দ করেন হল সংসদ নেতা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে পচা, মানহীন ও তারিখবিহীন দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হলের সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম এক্সটেনশন বিল্ডিংয়ের সামনে অবস্থিত ‘হামিদ ভাইয়ের’ দোকানে অভিযান চালিয়ে এসব খাদ্যদ্রব্য জব্দ করেন। 

এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন ওই দোকান থেকে দই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বিষয়টি সমাজসেবা সম্পাদককে জানান। অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে দোকানটি পরিদর্শন করা হলে ফ্রিজে রাখা পচা, বাসি ও মানহীন দই ও মিষ্টি হাতে নাতে ধরা পড়ে।

ঘটনার পর সমাজসেবা সম্পাদক বিষয়টি হল প্রশাসনের কাছে লিখিতভাবে জানান এবং ফজলুল হক মুসলিম হলের ভিপির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ইতোমধ্যেই প্রভোস্টের কাছে পুরো তথ্য পাঠানো হয়েছে। 

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে দোকানটিতে সঠিক তারিখবিহীন দই ও মিষ্টি বিক্রি হচ্ছিল। শিক্ষার্থীরা বলছেন, এমন অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকির বিরুদ্ধে প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে হবে।

ফজলুল হক মুসলিম হলের ভিপি খন্দকার আবু নাঈম বলেন, ‘হল প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রভোস্ট স্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ক্যাপিটাল প্যানিশমেন্ট নিশ্চিত করা জরুরি।’

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫