চাকসু

মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে ১৪১টি ফরম বিক্রি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ PM
মনোয়ন ফরম তুলে ফটোসেশনে শিক্ষার্থীরা

মনোয়ন ফরম তুলে ফটোসেশনে শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে ১৪১ টি ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে দুইদিনে মোট ১৬৯টি মনোনয়ন উত্তোলন করেছে প্রার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পৌনে ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন পরিচালনার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। 

গতকালকের তুলনায় আজ আরও বেশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসজুড়ে। সকাল সাড়ে নয়টায় মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। দুইদিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৭ জন প্রার্থী। হল সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭২টি। এর মধ্যে ছাত্র হল সংসদে ২৬ জন প্রার্থী এবং ছাত্রী হলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৬ জন প্রার্থী।

আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতৃবৃন্দ। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনও প্যানেল ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন হলেও এখনো চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ চলছে। দুইদিনে কেন্দ্রে ৯৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদের ছাত্র হলে ২৬ জন ও ছাত্রী হলে ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আমরা আশা করছি এই সংখ্যা মঙ্গলবার দ্বিগুন হবে।

এছাড়া দ্বিতীয় দিনেই ইসলামি ছাত্র আন্দোলন ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ নামে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে প্রথম দিনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে ‘দ্রোহ পর্ষদ’ নামে একটি প্যানেল ঘোষণা করে। 

ছাত্রদল ও ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠনগুলো বুধবার প্যানেল ঘোষণা করতে পারে বলে জানা গেছে। 

চাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আর ১৭ সেপ্টেম্বর প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্টসহ শুধুমাত্র মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদে মোট ২৮টি এবং হল সংসদে ১৬টি পদ রয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫